অটিজম কি? এর কারণ ও লক্ষণ কি কি?

0
70
অটিজম এই শব্দটার সাথে আমরা কমবেশি পরিচিত।
চলুন, জেনে নিই অটিজম সংক্রান্ত কিছু বিষয়।
অটিজমই শব্দটি বলতে অনেকে মানসিক রোগ বুঝলেও এটি মূলত এক ধরণের স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা। অটিজম আক্রান্তদের অন্যের সঙ্গে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে।
এটা “Autism Spectrum Disorder ” নামেও পরিচিত।
অটিজমের সম্পূর্ণ নিরাময়যোগ্য কোন চিকিৎসা নেই। তবে দ্রুত অটিজম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারলে আক্রান্তদের অনেকটা ঠিক করে তোলা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।
লক্ষনগুলো দেখে নেওয়া যাক।
১. ছয় মাস বা তার বেশি বয়সে স্বতঃস্ফূর্ত হাসি বা যে কোন আবেগ প্রকাশ করতে পারেনা।
২. ১২ মাস বয়সের মধ্যে আধো আধো কথা না বলা সেইসঙ্গে ইশারা বা হাত বাড়িয়ে কিছু চাইতে বা ধরতে পারেনা।
৩. চোখে চোখ রেখে তাকাতে পারেনা।
৪.ভীড় এড়িয়ে একা থাকতে পছন্দ করে।
৫.অন্যের অনুভূতি বুঝতে পারেনা।
৬. একই নিয়মে চলতে পছন্দ করে। কোন পরিবর্তন এলেই বিরূপ প্রতিক্রিয়া দেখায়।
৭.একই শব্দ বারবার বলতে থাকে বা একই আচরণ বারবার করে যেমন: একইভাবে হাত বা মাথা নাড়ানো।
৮. বিশেষ রং, শব্দ, গন্ধ, স্পর্শ বা স্বাদের প্রতি কম বা বেশি মাত্রায় সংবেদনশীল হয়।
৯.কোন বিষয় বা বস্তুর প্রতি অতিমাত্রায় আগ্রহ দেখায়।
চিকিৎসকদের মতে সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নিলে, বিশেষ করে স্কুলশিক্ষা বা প্রশিক্ষণ দিয়ে সেইসঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে আক্রান্তকে দক্ষ করে তোলা সম্ভব।
কারণঃ
বিশেষ করে মস্তিষ্কের অস্বাভাবিক গঠন এর জন্যই দায়ী।
আর, গর্ভবতী কোনো মহিলা যদি ড্রাগ /এলকোহল সেবন করে বা ডায়াবেটিস আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাদের সন্তানরা এই ঝুঁকিতে বেশি থাকে।
বিঃদ্রঃ এরকম কোনো লক্ষন দেখা দিলে অবহেলা করবেন নাহ!
যথাশীঘ্র চিকিৎসকের শরণাপন্ন হোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here