জরায়ু ক্যানসারের প্রাথমিক কিছু লক্ষণ

0
374
জরায়ু ক্যানসারের প্রাথমিক কিছু লক্ষণ:
১) নিন্মাঙ্গের চারপাশে চাপ লাগা কিংবা ঘন ঘন মূত্রত্যাগ করা।
২) গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য। হালকা খাবারের পর পেট ভর্তি লাগা, পেটে অস্বস্তি লাগা, ইত্যাদি পেটের কোন সমস্যা খুব বেশি হলে তা জরায়ু ক্যানসারের লক্ষণ হতে পারে।
৩) পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা।
৪) সারাক্ষণ বমি বমি ভাব কিংবা বারবার বমি হওয়া।
৫) আচমকা খিদে কমে যাওয়া।
৬) অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা হঠাত্ করে ওজন অনেক কমে যাওয়া।
৭) যৌনমিলনের সময় ব্যথা লাগা।
৮) অতিরিক্ত ক্লান্তিবোধ করা।
৯) নারীদের মেনোপজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here