পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম কি? এর লক্ষণ কি কি?

0
16

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমঃ
সিস্ট হল একধরনের পানি পুর্ন থলি যা ওভারিতে অবস্থান করে।
যাদের Pcos থাকে তাদের সাধারণত Female Hormones কমে যায় আর Male Hormones বৃদ্ধি পায় যার কারনে Ovulation এ সমস্যা দেখা দিয়ে বন্ধ্যাত্ত সহ নানা রোগ এর সৃষ্টি করে।
এটি সাধারণত ১৫-৪৫ বছরের নারীদের হয়ে থাকে।
কারনঃ
এটি হওয়ার এক্সাক্ট কারন এখনো ডক্টর রা বলতে পারেন না।তবে কয়েকটি কারনে হতে পারে।
১,ইন্সুলিন রেজিস্টেন্স এর কারনে।
২,জেনেটিক্যালি
৩,ওভারি তে কোন ক্ষত থেকেও সৃষ্টি হতে পারে।
লক্ষনঃ
১.ওজন বেড়ে যাওয়া
২.দুর্গন্ধ যুক্ত ঘাম
৩. অবাঞ্চিত লোম।
৪.ইরেগুলার পিরিয়ড,কখনও দেরিতে হয়,কখনও তারাতারি, কখনও রক্ত বেশি,কখনও কম।
৫.চুল পরা।
৮.বিষন্নতা
৯,স্কিন কালো হয়ে যাওয়া
১০,কারো কারো আবার মাথা ব্যথাও দেখা যায় তবে তা সামান্য
ইফেক্টঃ
১,রক্তে চর্বির পরিমান বেড়ে কোলস্টেরল বেড়ে যাওয়াতে অনেক সময় হাইপারটেনশন, ডায়াবেটিস নামক রোগ ও দেখা দেয়।
২,বন্ধ্যাত্ত
৩,ঘুমের সমস্যা
৪,#Pcos এর কারনে Endometrial Cancer হতে পারে
৫,Depression দেখা দেয়।
লক্ষন সমষ্টি মিলিয়ে ঔষধ দিতে পারলে এর নিরাময় সম্ভব ইন্সাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here