* নারীদের প্রজনন(বাচ্চা জন্ম দান) ক্ষমতার সাথে শরীরের যে অঙ্গগুলো সবচেয়ে বেশি সম্পর্কিত ‘জরায়ু’ বা ইউটেরাস সেগুলোর মধ্যে অন্যতম।
* নারীর জরায়ুতেই একটা শিশু ব্রুণ থেকে ধীরে ধীরে বড় হতে থাকে,সেই সাথে জরায়ুও বড়।এটাই স্বাভাবিক। কিন্তু কখনও কখনও দেখা যায় সন্তান জন্মদানের প্রকৃিয়া ছাড়া জরায়ু স্বাভাবিক আকারের চেয়ে বড় হয়ে গেছে।এটাই হলো ‘বালকি ইউটেরাস’ বা জরায়ু বড় হওয়া।
* বালকি ইউটেরাসের বেশ কিছু লক্ষণ আছে,
– সময়ের আগে পিরিয়ড হওয়া।
– পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ।
– রক্তশূন্যতার কারণে শরীর দুর্বল লাগাসহ মাথা ঘুরা।
-পিরিয়ডের সময় তলপেট এতটাই ব্যাথা করা যেন মনে হয় সব নিচের দিকে পড়ে যাবে।
বালকি ইউটেরাস জরায়ু টিউমার,জরায়ু ক্যান্সারসহ কিছু জটিল রোগের পূর্ব লক্ষণ। তাই কিছুই হালকাভাবে নেওয়ার উপায় নেই ‘বালকি ইউটেরাস’ বা জরায়ু বড় হয়ে যাওয়াকে।