মূত্রপাথরী কি? এর লক্ষণ গুলো কি কি?

0
76
এই রোগটির কারণ গুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে নিয়মতান্ত্রিক জীবন-যাপন সম্পর্কে অসচেতনতা। যেমন-
*সঠিক সময়ে না খাওয়া
*ভেজাল খাবার খাওয়া
*অস্বাস্থ্যকর বাইরের খাবার খাওয়া
▪️মূত্রপাথরী রোগের লক্ষন — **প্রশ্রাবে বেগ অধিক হওয়া
**ঘন ঘন প্রশ্রাব হওয়া
**কখনো ফোঁটা ফোঁটা প্রশ্রাব বের হওয়া
**কোমর ব্যাথা হওয়া
**প্রশ্রাবে জ্বালাপোড়া ও যন্ত্রনা হওয়া
*প্রশ্রাব পাঁক ঘুড়ে বের হওয়া
**হঠাৎ প্রশ্রাব বন্ধ হয়ে যাওয়া
**শরীরে জ্বালাপোড়া অনুভব হওয়া
**কখনো প্রশ্রাবের রং হলুদ হওয়া
**কখনো পানি খাওয়ার পর কোমরে ব্যাথা অনুভব হওয়া ইত্যাদি।
শুরুতেই চিকিৎসা গ্রহণ করলে অতি দ্রুত এই রোগ থেকে আরোগ্য পাওয়া সম্ভব।তবে খুব বেশি দেরি হলে রোগের জটিলতা বাড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here