প্রথমে বলে নেওয়া ভালো এটা একটা ভুল ধারণা যে ভ্যাজাইনা লুজ হয়ে যায়। কেননা ভ্যাজাইনা কখনও লুজ হওয়ার মত অঙ্গ নয়।
ভ্যাজাইনা হচ্ছে একটি রাবার ব্যান্ডের মত যা বাচ্চা ধারণ অথবা বয়সের সাথে হয়তোবা সামান্য কিছু লুজ হতে পারে কিন্তু আফটার চাইল্ড বার্থ সেটা আবার তার পূর্বের রূপে ফিরে আসে।
ভ্যাজাইনার পাশে থাকে পেলভিক ফ্লোর নামে টিস্যু যা সাধারণত ভ্যাজাইনার ইলাস্টিসিটি বজায় রাখে এবং সেটা কখনোই লুজ হওয়ার মতো কিছু নয় কিন্তু বয়সের সাথে সাথে কখনো এটা হয়তোবা একটু দুর্বল হতে পারে কিন্তু সেটা কখনই এমনটা লুজ হয় না যার কারণে সেক্সুয়াল লাইফে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে।
তারপরও আপাতদৃষ্টিতে যদি ভ্যাজাইনা কে লুজ মনে হয় তাহলে কিছু ব্যায়াম রয়েছে যা করলে পূর্বের মত স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে অথবা হোমিওপ্যাথিক মেডিসিন যা বাচ্চা হওয়ার পর মহিলাদের যদি মনে হয় লুজ হয়ে গেছে মনে হয় তাহলে সেই মেডিসিন গুলো রোগের লক্ষণ অনুসারে দিতে পারলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যেমন সিপিয়া,রাস্টক্স,আর্নিকা,ক্যাল্কেরিয়া কার্ব,রুটা ইত্যাদি।