হাইড্রোসেফালাস এর লক্ষণ গুলো কি কি?

0
246
হাইড্রোসেফালাস
———————–

এই রোগে আক্রান্ত ব্যাক্তির মাথা সাধারণ আকারের চাইতে বড় হয়ে থাকে।মস্তিষ্কের গহ্বরে পানি জমে এমন অবস্থার সৃষ্টি হয়।

* এই রোগটি যেকোনো বয়সে হতে পারে। তবে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে থাকে। এমনকি গর্ভাবস্থায়ও এই রোগটিতে শিশু আক্রান্ত হতে পারে।
*লক্ষণ,
– মাথাব্যাথা।
– বোমি।
– খিঁচুনি।
– নড়াচড়ায় অসুবিধা।
– শিশুদের চোখের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া।
– স্মৃতিশক্তির দুর্বলতা।
– কথা বলায় অসুবিধা হওয়া।
* এই রোগটি জন্মগত হতে পারে আবার অন্য কোনো জটিলতার কারণেও মস্তিষ্কে পানি জমে হতে পারে।যে কারণেই হোক,লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করা সম্ভব ইনশা আল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here