আঙ্গুলফাঁড়া কি? এবং এর প্রতিকার কি?

0
80
এই‌ রোগটি নখচিপা,নখকুনি নামেও পরিচিত। এই রোগের লক্ষণ গুলোর মধ্যে রয়েছে..নখ লাল হয়ে যাওয়া,তীব্র ব্যাথা করা,আঙ্গুল ‌ফুলে যাওয়া,কখনও কখনও পুঁজও বের হতে দেখা যায়।এই রোগটি শুধু হাতের না, পায়ের পা এর আঙ্গুলেও‌ হয়।
ছোট,বড় যে কারোরই হতে পারে।
এই রোগের কারণ হতে পারে ব্যক্টেরিয়া সংক্রামণ,ফাঙ্গাল ইনফেক্শান ইত্যাদি।এমনকি কারো কারো ক্ষেত্রে রোগটি জিনগত কারণে হয়ে থাকে।
সব নখচিপায় বা আঙ্গুলফাঁড়ায় একই ঔষধ কার্যকরী না। অনেকে ভুলবসত একবার যেই ঔষধ ব্যবহার হয়ে আঙ্গুল ফাঁড়া ভালো হয়েছে পরবর্তীতে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ছাড়াই একই ঔষধ নিজে বা অন্য কাউকে ব্যবহারের পরামর্শ দেন। যা মারাত্মক ভুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here