গ্যাস্ট্রিক এর সমস্যা ও লক্ষণ ও তার সমাধান

0
49

বর্তমানে অনেকেই গ্যাস এর সমস্যা তে ভুগে।
গ্যাস এর সমস্যা একেক জনের একেক কারনে হয়।
দেখা গেল কেউ ভাজা পোড়া, মশলা জাতীয় খাবার বেশি খেয়েছে তার গ্যাস এর প্রব দেখা দিয়েছে।তার জন্য মেডিসিন এক ধরনের
আবার দেখা গেল কেউ পোলাও মাংস বিরিয়ানি তৈলাক্ত খাবার খেয়ে গ্যাস এর সমস্যা বাধিয়েছে তার জন্য ভিন্ন অসুধ।
কারো গ্যাস এ গলা দিয়ে ঢেকুর আসে,সেটাতে সে আরাম পায় আবার কেউ পায় না এই দুই ধরনের রোগির আলাদা মেডিসিন।
কারো গ্যাস্ট্রিক এর সমস্যা তে নিচ দিয়ে গ্যাস বের হয়।এতে কেউ আরাম পায় আবার কেউ আরাম পায়না।
কারো গ্যাস্ট্রিক এ উপরে পেট ভার হয়ে থাকে কারো নিচের পেট কারো আবার সম্পুর্ন পেট।এই ৩ ধরনের ভার বোধ এর রোগির ৩ রকম মেডিসিন।
এই যে ভিন্নতা লক্ষনের এভাবে মেডিসিন এর ও ভিন্নতা চলে আসে।
তাই মুখস্থ গ্যাস্ট্রিক এর অসুধ তেমন নাই।তবে নাক্স মেডিসিন টা খেলে সাময়িক আরাম পাওয়া যায় আলহামদুলিল্লাহ।
গ্যাস্ট্রিক এর নানা মেডিসিন
**নাক্স
**পালসেটিলা
**কার্বভেজ
**চায়না
**লাইকোপোডিয়াম
সমস্ত অসুধ ডক্টর এর পরামর্শ মত নিয়ম মেনে অসুধ সঠিক ভাবে বানিয়ে খেলেই ভালো হবে ইনশাআল্লাহ।
দোকান থেকে কিনে আনলাম আর খেলাম এমন টা ভাবলে ভুল হবে কেননা হোমিও মেডিসিন খাওয়ার কিছু নিয়ম আছে নতুবা অনেক ক্ষেত্রে ভালো এর জায়গায় ক্ষতি হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here