পলিপাস কি? এর লক্ষণ কি কি?

0
752
পলিপাস:
পলিপাস হল নাকের মধ্যে বৃদ্ধি পাওয়া এমন একটি নরম উদ্ভেদ যা নাকের মিউকাস মেম্ব্রেন থেকে বের হয়।
এটাকে paranasal sinusesবলে।এটি ব্যাথাহিন,সহজে নড়তে পারে আর ক্যান্সার হীন
সাধারনত এলোপ্যাথি তে এটিকে সার্জারি করা হয় কিন্তু হোমিও তে এটিকে মেডিসিন এর মাদ্ধ্যমে গোড়া থেকে নির্মুল করা হয়।কারন অনেক সময় সার্জারি এর পরেও এটিকে আবার হতে দেখা যায়।
লক্ষন:
১.নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নেয়।
২.ঘ্রান এর ক্ষমতা কমে যায় বা চলে যায়।
৩.নাক ডাকা,
৪ নাক সর্বদা ভিজা থাকা বা সর্দি থাকা।
৫.মাথা ব্যাথা
৬.সাম্নের মাথার দিকে চাপ বোধ।
ছোট পলিপ এর কোন লক্ষন ফুটে উঠে না।
পলিপ ২ প্রকার:
১.Antrochoanal polyps যাকে একক পলিপ বলে
২.Ethmoidal polyps যাকে দ্বিপক্ষীয় পলিপ বলে।
** সাইনোসাইটিস থেকে ও পলিপ হয় তবে সব সময় নয়।
**পলিপ থেকে কানেও সমস্যা হতে পারে।
**এলার্জির কারনেও পলিপ হতে পারে।
**ন্যাসাল স্প্রে দ্বারা সাময়িক আরাম পাওয়া যায় তবে দূর হয় না।
এর একমাত্র সমাধান হোমিও তে ধাতুগত লক্ষন মিলিয়ে অসুধ দিতে পারলেই হবে ইন্সাল্লাহ।
আল্লাহ সবাইকে সেফা দান করুক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here