পাইলস কাকে বলে? কত প্রকার এবং এর লক্ষ গুলো কি কি?

0
351
পাইলসঃ
Swollen vains of rectum
মলদ্বারের মাংস্পেশি ফুলে যাওয়াকে পাইলস বলে।
এটা দুই ধরনেরঃ
১.,External
2.Internal
Reason of piles:
The most of the important reason is faulty life style and faulty food
**বাথরুম করতে অধিক প্রেশার দেওয়া।
**chronic cough
**দীর্ঘ দিন ধরে কোষ্ঠকাঠিন্য
**During pregnancy
**over weight
**family history
**lack of physical exercise
**long time বসে থাকা বা জার্নি করা
লক্ষ্মণ সমুহঃ
**ব্লিডিং হওয়া মল নির্গত হওয়ার আগে বা সময় বা পরে
**মলদ্বারে চুল্কানি
**ফুলে যাওয়া
**মাংস্পিন্ড বের হওয়া
ঘরোয়া উপায়ে এটা থেকে আরাম পাওয়ার উপায়ঃ
খাদ্যতালিকায় অধিক পরিমানে ফাইবার রাখা
**ফুলে গেলে বা ব্যাথা করলে হয় আইস বাথ নেওয়া যাবে গরম পানির ছেক দেওয়া যাবে এতে তার আরাম হবে।
ছবিতে ৪ টা গ্রেড আছে।হোমিও তে ৩য় গ্রেড পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু ৪র্থ গ্রেড হয়ে গেলে সার্জারী করা লাগতে পারে।
তবে পাইলস এর যে আনুষঙ্গিক লক্ষন যেমন রক্ত পরা,ব্যাথা, ফোলা, চুল্কানি এগুলা সহজেই হোমিও তে সারানো।সম্ভব আলহামদুলিল্লাহ।
রোগির মানুষিক, দৈহিক লক্ষন মিলিয়েই মেডিসিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here