মহিলাদের হার্নিয়া ?

0
88
-মহিলাদের হার্নিয়া-

হার্নিয়া রোগটি আমাদের পরিচিত রোগ গুলোর একটি হলেও এই রোগটি যে মহিলাদেরও হয় তা অনেকের কাছেই অজানা।
* পুরুষদের মত নারীদেরও হার্নিয়া হয়,তবে একটু ভিন্নতা আছে। পুরুষদের অন্ডথলিতে হয় আর নারীদের উরু,উরুর পাশথ,নাভীর চারপাশে এই রোগটি দেখা দেয়।
* এই যে এতক্ষণ হার্নিয়া নিয়ে আলোচনা হল,এই হার্নিয়া কি কারণে হয়ে থাকে তা কি আমাদের জানা আছে?
– আসলে আমাদের খাদ্যনালীর কিছু কিছু অংশ দুর্বল থাকে, ওই দুর্বল অংশ গুলো কোনো কারণে বিশেষ করে পুরোনো কাশি,হাঁচি,কোষ্টকাঠিন্য,গর্ভধারণ ইত্যাদি কারণে চাপের বেগে উরু,নাভী,অন্ডকোশের কোনো কোনো জায়গা দিয়ে বাইরে থেকে পরিদৃশ্যমান হয়।অর্থাৎ ফুলে উঠে।এটিই হচ্ছে হার্নিয়া।
* হার্নিয়ার কিছু লক্ষণ,
– প্রচন্ড ব্যাথা,
-বমি ভাব
– বমি
– ফুলে যাওয়া,
– মল ত্যাগে অসুবিধা
* এই রোগটি হলে যত দ্রুত সম্ভব অপারেশন করা জরুরি। বেশি দেরি হলে রোগীর মৃত্যু হওয়ারও আশংকা থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here