লিউকোরিয়া কি? এর লক্ষণ কি কি?

0
10

*লিউকোরিয়া মহিলাদের পরিচিত স্বাস্থ্যসমস্যা গুলোর একটি। এই রোগটি মহিলাদের প্রজনন স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে।
* মহিলাদের যোনিপথে একধরনের পিচ্ছিল পদার্থ নির্গত হয় যা “সাদা স্রাব” হিসেবে পরিচিত। এই সাদা স্রাব নির্গত হওয়া খুবই স্বাভাবিক বিষয়।এমনকি নির্দিষ্ট কিছু সময় আছে,যেমন:
– মাসিকের কয়দিন আগে।
-ওভুলেশান পিরিওডে
– গর্ভধারণ অবস্থায়।
– বাচ্চা প্রসবের পর।
এই সময়গুলোতে সাদা স্রাব একটু বেশি পরিমাণে নির্গত হওয়াটাও স্বাভাবিক।
* তাহলে কখন আমরা বুঝে নিব কেউ একজন লিউকোরিয়া রোগে ভুগছেন? হ্যাঁ,কিছু লক্ষণ তো আছে। এবার সেগুলো জেনে নেয়া যাক,
– স্রাবের পরিমাণ এতোটাই বেশি হওয়া যে আলাদা প্যাড জাতীয় কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে।
– স্রাব গন্ধযুক্ত হওয়া।
– স্রাবের রং হালকা হলুদ,সবুজাভাব থাকা।
– কখনও কখনও ফেনার মতো স্রাব নির্গত হওয়া।
– পিরিয়ডের সময় তলপেটে প্রচুর ব্যাথা হওয়া।
– ওজন হ্রাস পাওয়া।
– শরীরে অবসাদবোধ লেগেই থাকা।
* কেউ এই রোগে ভুগছেন বুঝতে পারার পর যত দ্রুত সম্ভব চিকিৎসকের দারস্থ হওয়া জরুরি। কেননা সময় যত গড়াবে,ততই আরো জটিল রোগেদের নিয়ে বাসা বাঁধবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here