সাইনোসাইটিস কি ?এটি হওয়ার কারণ কি কি?

0
68
সাইনোসাইটিস হচ্ছে এক ধরনের inflammation অথবা সাইনাসের ভিতর যে টিস্যু থাকে তা ফুলে যাওয়া। সাধারনত সাইনাসের ভিতর বাতাস দ্বারা পূর্ন থাকে। কিন্তু যখন সাইনাসের টিস্যু গুলো ব্লক হয় কোন ধরনের তরল দ্বারা তখন জীবানু সৃষ্টি হতে পারে এবং ইনফেকশন হতে পারে।
সাইনাস ব্লক হবার কারনঃ
১. common cold
২. এলার্জির কারনে, যার কারনে নাক ফুলে যায়।
৩. নাকের ভিতর পলিপ হওয়া
৪. deviated septum
প্রকারভেদঃ
* Acute sinusities – যেটা সাধারনত ২ থেকে ৪ সপ্তাহ থাকে।
* sub acute – ৪ থেকে ১২ সপ্তাহ থাকে।
* chronic inflammation. ১২+ সপ্তাহ longer.
* recurrent sinucities বছরের উপর থাকে।
বাচ্চাদের যেসব কারনে হয়ঃ
* এলার্জি
* অন্য বাচ্চাদের থেকে অসুস্থ হওয়া।
*pacifier
*bottle drinking while lying on the bed
acute sinosities লক্ষনঃ
* facial pain
* নাকে সর্দি
* নাক বন্ধ হওয়া
* কারো কারো জ্বর, নিঃশ্বাসে কষ্ট বা দাঁত ব্যাথাও হয়।
chronic sinucities লক্ষনঃ
*চেহারার মধ্যে চাপবোধ বা ফুলে যাওয়া
* নাক ব্লক হয়ে যাওয়া
* নাকে পুঁজ হওয়া
*জ্বর
* মাথা ব্যাথা, নিঃশ্বাসের কষ্ট তো আছেই।
Prevention :
* Dont smoke
*ঠান্ডার সময় আর ফ্লুর সিজনে হাত ভাল করে ধোওয়া
* এলার্জী জাতীয় জিনিষ থেকে দূরে থাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here