
*Dermoid cyst হলো এমন ধরনের সিস্ট যা বেশিরভাগ ক্ষেত্রে জন্মগতভাবে মানুষের শরীরে বাসা বাঁধে। এগুলোর কোনো কোনোটিতে চুল,দাঁত,চামড়া থাকে। বেশির ভাগ ক্ষেত্রে এই সিস্ট গুলো তেমন ক্ষতিকর হয় না। তবে লক্ষণীয় বিষয় হলো যদি এমন হয় যে,সিস্ট গুলো ক্ষতির কারণ হয়ে দাড়ানোর আশংকা থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
* এই সিস্ট গুলো শরীরের যেকোনো জায়গায় হতে পারে। জায়গার ধরণ অনুযায়ী সিস্ট গুলোর প্রকারভেদ নির্ণয় করা হয়।নিচে কয়েক প্রকার সিস্ট নিয়ে আলোচনা করা হলো,

এই সিস্ট গুলো দেখা যায় চোখের ডান পাশের ব্রু বা মাপ পাশের ব্রু এর কিনারায়। এমন সিস্ট গুলো সংক্রমিত হয়ে যাওয়ার আগে চিকিৎসা গ্রহণ করলে সার্জারি করার রিস্ক থেকে রেহাই পাওয়া যায়।

এই সিস্ট গুলো spine বা মেরুদন্ডে হয়ে থাকে।এগুলো সংক্রামণের ঝুঁকি থাকে না। তবে এই সিস্ট গুলো মেরুদন্ডে প্রেশার ফেলতে পারে ভবিষ্যতে।

মহিলাদের জরায়ুতে যে সিস্ট গুলো হয়ে থাকে Ovarian dermoid cyst সেগুলোর একটি। এই সিস্ট গুলো জরায়ু পেঁছিয়ে যাওয়ার কারণ হতে পারে,এমনকি ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে।