patient reviews

Takiya Homeo Care
Average rating:  
 25 reviews
by Śńíǵdhá Sharmin Ĺábőńí on Takiya Homeo Care
keep up the good work

keep up the good work ...

by Merina Sultana Smrity on Takiya Homeo Care
সমাধান হয়েছে

দুইটা ব্যাপারে আপুর কাছ থেকে ওষুধ নিয়েছিলাম। আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়েছে। আপুর যেন আরো উন্নতি হয় এই দোয়া করি।

by Chowdhury Kolee on Takiya Homeo Care
সুস্থতা পেয়েছি







আসসালামু আলাইকুম।
আমার এক ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে এই গ্রুপে এড হই আর অনেক দিন থেকে পোস্ট ফলো করে বুঝলাম আপুর ওষুধে অনেকেই উপকৃত হচ্ছেন। প্রথম বার পেটের সমস্যার জন্য ওষুধ নেই আমি,একমাস খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভাল বোধ করছিলাম। তারপর থাইরয়েড সমস্যা ধরা পড়ে আমার সেই সাথে দুর্বলতা,ওজন কমে যাওয়া, প্রচুর ঘাম ইত্যাদি। আবারো ওষুধ নেই। আপু অনেক অনেক প্রশ্ন করেন যাতে ওষুধ টা সঠিক হয় সেজন্য নিখুঁত ভাবে সময় নিয়ে সব খুঁটিনাটি জানতে চান। আপু কে অনেক পেইন দিছি ওইদিন,যার ফল আলহামদুলিল্লাহ এক মাস ওষুধ খাওয়ার পর পাচ্ছি। এখন ওষুধ কন্টিনিউ করতে হবে রেগুলার।আমি শুধু বলবো যারা ওষুধ নেন প্লিজ একটু ধৈর্য ধরে সময় নিয়ে কনটিনিউ করেন তাহলে ইন শা আল্লাহ ভাল ফল পাবেন।সুস্থ্য করার মালিক তো আল্লাহ। আপু একজন আলেমা হওয়ায় আরো বেশি সুবিধা হয়েছে আমার জন্য। আমি আমার বোন বান্ধবীদেরকে আপুর কথা বলি, যাতে উনার মাধ্যমে কেউ না কেউ উপকৃত হন।সব চেয়ে যেটা ভাল লাগসে সেটা উনার মন মানসিকতা। রোগীর ভাল টাই উনার কাছে মুখ্য আমি একটুও বাড়িয়ে বলতেছি না,যত টুকু উনাকে দেখছি তাতে মনে হয়েছে আজকাল এরকম সৎ মানুষ ও আছেন।
অনেক অনেক দোয়া আপুর জন্য। আল্লাহ উনাকে এবং উনার ফ্যামিলিকে অনেক বেশি ভাল রাখুন,আমীন।
জাযাকাল্লাহু খাইরান





by Anjuman Ara on Takiya Homeo Care
মেডিসিন ভালো কাজ করেছে







আমার, আর আমার মেয়ের জন্য মেডিসিন নিয়েছিলাম, এক ডোজ এ ই ভালো কাজ করেছে।





by Rashid Sufia on Takiya Homeo Care
সুস্থতা পেয়েছি





Alhamdulilah medecine khea amr kashi valo hoachilo.



by Farhana Chowdhury on Takiya Homeo Care
সুস্থতা পেয়েছি

Hot flash er somosshar jonno 'Takia Homeo Care' theke medicine niye chilam. Medicine kichudin continue korar por Allah r rohomote ami ekhon porapuri susto. Special thanks for Farhana Islam apu.❤

by ইউশা তাবাস্সুম on Takiya Homeo Care
সুস্থতা পেয়েছি







alhamdulillah, apur kache theke medicine niye amr broner problem dhur hoyeche,
jajakallahu khyrun apu.❤





by Muntahina Islam Khan Stame on Takiya Homeo Care
সুস্থতা পেয়েছি


আপুর গ্রুপে এড আছি ২০১৭থেকে এবং তখন থেকেই মেডিসিন নিচ্ছি। প্রথম বার মেডিসিন নেই একজিমার জন্য এবং প্রথম বারেই আমার অই মেডিসিন কাজে দেয় এবং এরপর আর নেয়ার দরকার পড়ে নাই আলহামদুলিল্লাহ।


এরপর আবার মেডিসিন নেই কয়েকটি মিলিত সমস্যার জন্য গ্যাস্ট্রিক হয়ে গিয়েছিল যার কারনে এবং আপুর মেডিসিন এর পর এটাও একবারেই ভালো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ।


এরপরে নেই একটা জঘন্য কারনে।।আমার জন্মের পর থেকেই এলার্জির সমস্যা। সারা জীবন হিস্টাসিন খেয়ে এই এলার্জি কমাইছি।কিন্তু সমস্যা বেশি হয় ২০১৯এ রোজার মাসে।এত বেশি এলার্জি ছিল যে সারা শরীর চাকা চাকা হয়ে ফুলে গেছিল এবং বিশ্বাস করেন আপুর মেডিসিন একমাস খেয়েই ভালো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর ও আরও এক ডোজ নিয়েছিলাম আপু বলেছিল চুলকালে খেতে কিন্তু আল্লাহর রহমতে আর অই মেডিসিন খাই নাই ফেলে দিতে হইছে।কারন ২বছর পরেও আলহামদুলিল্লাহ ভালো আছি।


এরপর ২০১৯এর অক্টোবর মাসে আবার মেডিসিন নেই একটা অন্যরকম সমস্যার কারনে।আমার জন্মের একটা দাগ আছে এটা ফুলে পুজ ও রক্ত বের হত।এটার জন্য অবশ্য আমি ঢাকার বেস্ট স্কিন স্পেশালিষ্ট দের দেখাইছি বাট ১০০০০ টাকার মত খরচ হয়ার পরেও ঠিক হয় নাই।তারা আমাকে অপারেশন করে দাগ টা ফেলে প্লাস্টিক সার্জারি, লেজার কত কিছু যে করতে বলছিল,কিন্তু আমি করিনাই কারন আমার এটা ফালানোর ইচ্ছে নেই।এরপর আরেক ডাক্তারের হোমিওপ্যাথি খেয়েছি অইটাতে ফুলা কমলেও কিছু দিন পর আবার আগের মত হয়ায় আপুর থেকে মেডিসিন নিছি।খাইছি আর আলহামদুলিল্লাহ দেড় বছরে এখনও ফুলে নাই।বাট এটার জন্য আবার মেডিসিন নিব কারন কিছু টা আছে বাকি যেটা আরেকবার খেলে হয়তো আর থাকবেনা ইন শা আল্লাহ।


এরপর আমার আম্মু ই আপুর থেকে মেডিসিন নিছে কত কত বার।আমার নিজের কাহিনি লিখেই রিভিউ বড় হয়ে গেছে।😄মোট কথা আপুরে যারা বিশ্বাস করে ধৈর্য্য ধরে মেডিসিন খাবে তার ইন শা আল্লাহ উপকার হবেই। ♥️

by Ema Tahmina on Takiya Homeo Care
I have recovered





best treatment ever. I would recommend.



by Israt Jahan on Takiya Homeo Care
আমি আপুর চিকিৎসায় সন্তষ্ট

আমি অনেক বছর যাবত এনাল ফিসার প্রবলেমে ভুগতেছিলাম ভয়াবহ ভাবে।তারপর একটা গ্রুপে তার পেইজের একটা রিভিউ দেখেছি। হোমিওপ্যাথি চিকিৎসা সম্মন্ধে তেমন কোন স্পষ্ট ধারণা ছিল না।তারপর ও বেশি কিছু মাস চিন্তাভাবনা করতেছিলাম এলোপ্যাথি ডাক্তার কি নিয়মিত দেখাব না আপু কে নক দিব।এদিকে আমার সমস্যা আরও অবনতির দিকে।একরকম উপায়ন্ত না দেখে রোজার মধ্যে ই আপুকে নক দিলাম।প্রথমে অনলাইনে কথা হয়েছে পরে ফোন নাম্বার দেন, ফোনে কথা হয়।আপুর ব্যবহার এত অমায়িক এবং প্রবলেম সম্পর্ক এ এত বিস্তারিত ভাবে জেনে নেয় যে মনে হয় রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। কিন্তু মনে হওয়া আর বাস্তবতা ভিন্ন জিনিস। কথা বলে মানুষিক শান্তি পেয়েছি। তারপর নিয়ম অনুযায়ী পরের দিন ওষুধ হাতে পেলাম।ওষুধ খাওয়ার পর মনে হল জীবন ফিরে পেলাম।আপুর ওষুধ খেয়ে অনেক উপকার পেয়েছি। ওষুধের ডোস এখনো নিয়মিত খাচ্ছি। ইনশাআল্লাহ সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া অব্ধি নিয়মিত খাব।আল্লাহর কাছে দোয়া করি এভাবে সবাইকে চিকিৎসা সেবা দিয়ে আপু যেন সবার উপকার করতে পারে।তার উত্তরোউত্তর উন্নতি কামনা করছি।

Page 1 of 3:
«
 
 
1
2
3
 
»