অনিয়মিত মাসিকের কারন কি কি?

0
16
অনিয়মিত মাসিকের কারন:
মিন্স কে কন্ট্রোল করে ইস্ট্রোজেন আর প্রজেস্ট্রেরন নামক ২ টি হোরমোন।এদের ইনব্যালেন্স হলে মিন্স ইরেগুলার হয়।
#২:
বিবাহিত নারী রা পিল খাওয়া অফ করে দিলে।
#৩:
হঠাত ওজন বেড়ে গেলে।
#৪:
শরিরে রক্তসল্পতা দেখা দিলে
#৫:
স্বামি সহবাসের ফলে তার থেকে বাহিত রোগ যেমন সিফিলিস, গনোরিয়া হলে
#৬:
বাচ্চা দুগ্ধপান কালেও অনেক সময় অনিয়মিত হয়।
#৭:
মানসিক চাপ এর কারনেও ইরেগুলার হয়।
বছরে যদি ৩/৪ বারের বেশি না হলে তার চিকিৎসা অবশ্যই করানো উচিত।২/৩ মাস পর মিন্স হলে বুঝতে হবে শরিরে হরমোনের ব্যালান্স ঠিক নাই।
লক্ষন:
১: কয়েক মাস পরপর হওয়া।
২:কোন মাসে বেশি।কোন মাসে কম হওয়া,বা দেখা গেল ১ দিন হয়ে কয়েকদিন অফ থেকে আবার শুরু হওয়া
৩:রক্ত কম প্রবাহিত হওয়া।
কুফল:
১. বাচ্চা না হওয়া।
২ অকালে গর্ভপাত হওয়া।
৩. মেজাজ খিটখিট হয়ে যাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here