
অ্যাডিনয়েড জন্মগতভাবে সবার মধ্যেই থাকে। তাহলে এই
অ্যাডিনয়েড আসলে কি? আমাদের গলার উপরে,কানের কাছে এই
অ্যাডিনয়েড থাকে যেগুলো রোগ প্রতিরোধক হিসেবে জীবাণুর সাথে লড়াই করে।
* আমাদের গলা ও নাকে থাকা জীবাণু গুলোর কার্যকারীতা ধ্বংষ করে এই অ্যাডিনয়েডগুলো। কিন্তু সমস্যা বাঁধে তখন যখন এগুলো স্বাভাবিকের চাইতে ফুলে যায়। এই অবস্থাকে বলে
অ্যাডিনয়েডাইটিস
অ্যাডিনয়েডাইটিস এর কিছু লক্ষণ আছে।এই লক্ষণ গুলো বারবার দেখা দিলে ধরে নেওয়া হয় যে শিশুটি অ্যাডিনয়েডাইটিস এ ভুগছি। শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। নিচে লক্ষণ গুলি দেওয়া হল,
* নাক দিয়ে নিশ্বাস নিতে অসুবিধা হওয়া।
* সব সময় মুখ দিয়ে নিশ্বাস নিতে বাধ্য হওয়া।
* জ্বর হওয়া।
* কানে শুনতে অসুবিধা হওয়া।
* কান ব্যাথাসহ পানি নির্গত হওয়া।