আঁচিল
======
* আঁচিল এক প্রকার ছোট মাংসল বিশেষ অংশ যা শরীরের যেকোনো জায়গায় হতে পারে। তবে আঁচিল বেশির ভাগ সময় শরীরের এমন জায়গা গুলোতে হয় যেগুলোতে ভাঁজ পড়ে বা পোষাকের ঘর্ষণ লাগে যেমন: গলার ভাঁজ,স্তনের নিচে,বগলে ইত্যাদি।
* আঁচিল নারী- পুরুষ যে কারো হতে পারে। এমনকি যেকোনো বয়সেই হতে পারে। তবে বয়স বাড়ার সাথে সাথে এর আঁচিল হওয়ার সম্ভাবনাটা তুলনামুলক বাড়ে।
* আঁচিল ব্যাথা করে না। তবে কেউ কেউ আঁচিলের চিকিৎসা করাতে সার্জারি করান যা যথেষ্ট ব্যাথাদায়ক।অথচ হোমিওপ্যাথী চিকিৎসা পদ্ধতিতে বিনা কষ্টে সঠিক চিকিৎসকের পরামর্শমতো দেওয়া ওষুধ নিয়ম মেনে খেয়ে সহজেই দ্রুত পরিত্রাণ পাওয়া যায়।