ক্যালাজিয়নঃ
ক্যালাজিয়ন বলা হয় চোখের পাতার একধরনের সিস্ট কে। যেটা সাধারনত চোখের ওয়েল গ্লাইন্ড অফ হয়ে সৃষ্টি হয়।এটা সাধারণত চোখের মধ্যে ভাগে হয়ে থাকে এবং এটা লাল বর্ণের, ব্যাথাহীন হয়ে থাকে।
অনেকে ক্যালাজিয়ন এর সাথে স্টাইস এর মিলিয়ে ফেলে।কিন্তু এই দুইটা আলাদা।
কেননা styes পেইনফুল আর ক্যালাজিয়ন হয় পেইন লেস।
এটাকে মোবিইয়ান সিস্ট ও বলা হয়।
মেবোমিয়ান হচ্ছে চোখের একধরনের গ্লান্ড যেটা থেকে চোখকে পিচ্ছিল রাখার জন্য একধরনের তরল পদার্থ বের হয় যা চোখকে পিচ্ছিল রাখে। কিন্তু যখন এই মেবোমিয়ান গ্লান্ড থেকে তরল পদার্থ বের না হতে পেরে তখন তা জমে এক ধরনের আবদ্ধতা সৃষ্টি হয়ে জমে গিয়ে সিস্ট এ পরিনত হয়।
ক্যালাজিয়ন সাধারনত ইনফেকশন হয় না তবে ইনফ্লামেশন এর কারনে চোখের পাতায় একটা পিন্ডের মত সৃষ্টি হয় । শক্ত এই পিন্ড দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে। এই পিন্ডটাকেই ক্যালাজিয়ন বলে।
ক্যালাজিয়ন এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে কিন্ত মাঝে মাঝে সপ্তাহ থেকে মাস খানেক ও থেকে যেতে পারে।
ক্যালাজিয়ন এর লক্ষনঃ
চোখের পাতায় ভারি অনুভব হয়,ব্যাথাহীন থাকে।
চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে পারে,
চোখে ঝাপসা দেখে।
চোখে চুলকানিও হতে পারে।