গ্যাংগলিয়ন সিস্ট কি? এর কারণ কি কি?

0
707

গ্যাংগলিয়ন সিস্ট মূলত দেখতে টিউমারের মতো।এটি হাতের কব্জির টিউমার হিসেবে বেশি পরিচিত।যদিও এই সিস্ট শুধু হাতের কব্জি না,যেকোনো জয়েন্টে হতে পারে।
* হাতের কব্জির উপর শক্ত,গোলাকার ফুলে উঠতে দেখা যায়।কারো কারো একটু আকটু নড়াচড়া করে।এই সিস্ট চেনার একটি সহজ উপায় হলো,শরীরের যেকোনো জয়েন্টে ছোট বা বড় গোলাকার ঢিবির মতো দেখা দিলে লাইট বা অন্য কোনো মাধ্যমে এর উপর আলো ফেলা।এতে সিস্টসি যদি গ্যাংগলিয়ন সিস্ট হয়ে থাকে তবে উজ্জল দেখাবে।কারণ এর ভেতর তরল পদার্থ রয়েছে।
*এই রোগটি যুবতি মেয়েদের বেশি হয়। বিশেষ করে 20-40 বছর বয়সের নারীদের এই সিস্টে হতে দেখা যায়।পুরুষদেরও হয়,তবে তুলনামূলক কম।
* এই সিস্ট থেকে পরিত্রানের উপায় গুলোর মধ্যে রয়েছে,
১.সুই বা সিরিন্জ দিয়ে তরল পদার্থ বের করে ফেলা।
২.অপারেশন করা।
৩.হোমিও ঔষথ সেবন করা।
১ ও ২ নং পদ্ধতিতে এই সিস্ট থেকে সাময়িক পরিত্রান পাওয়া যায় যদিও দুটোই কষ্টকর চিকিৎসা। কারণ এতে সিস্ট আবারও ফুলে উঠে। এক্ষেত্রে হোমিও ঔষধ সেবনে ইনশা আল্লাহ চিরতরে এই সিস্ট নির্মূল করা যায় যা পরীক্ষামূলক ভাবে প্রমাণিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here