টিউব ব্লক কি? এর কারণ কি কি?

0
170

*জরায়ুর দুইপাশে দুটি টিউব থাকে। এগুলোই ফ্যালোপিয়ান টিউব। এই টিউব গুলো নারীজীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই টিউবেই ডিম্বানু এবং শুক্রানুর মিলে ভ্রূণ তৈরী হয়।
* নারীদের বন্ধাত্ত্বের একটা সাধারণ কারণ হলো এই টিউব ব্লক বা ফ্যালোপিয়ান টিউব ব্লক। কেননা যেহেতু এই টিউবের মধ্যেই ভ্রূণ গঠিত হয় তাই এই টিউব ব্লক থাকলে ভ্রূণের গঠন বা বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়।
বিশেষ করে যাদের বেবি আছে কিন্তু পরবর্তিতে আবার বেবি নেওয়ার চেষ্টা করেও ব্যার্থ হচ্ছেন তাদের ক্ষেত্রে এই ব্লক থাকার সমস্যাটাই বেশি ধরা পড়ে।
* এই রোগের বন্ধাত্ব ছাড়া তেমন কোনো লক্ষণ খুব একটা প্রকাশ পায়না। তবে মাসিক দীর্ঘস্থায়ী বা একেবারেই ক্ষণস্থায়ী হতে দেখা যায় কারো কারো ক্ষেত্রে।
* এই টিউব ব্লক চিকিৎসাযোগ্য। নিরাময়ের পর বন্ধা বিশেষণ থেকে মুক্তি পাওয়ার সুযোগও হয় আলহামদুলিল্লাহ।তবে খুব সতর্কতার সাথে রোগ সনাক্ত ও নিরাময়ের চেষ্টা করা উচিৎ। কেননা কোনোভাবে টিউব ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অনিশ্চিৎ। হোমিওপ্যাথিতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই রোগ নিয়াময়ের চেষ্টা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here