‘দাদ’ একটা সংক্রামক রোগ।শিশু,বয়স্ক এমনকি পশুও এই রোগে আক্রান্ত হতে পারে জীবনের বিভিন্ন পর্যায়ে।
দাদ চেনার উপায়,
এটি সাধারণত ত্বকের রোগ।
একটা গোলাকৃতি জায়গার চারপাশে লাল রঙের উঁচু বাউন্ডারি দেখা যায়।
প্রথমে ছোট একটা ফুসকুড়ির মতো দেখা যায় যা ধীরে ধীরে বড় হতে থাকে।
সংক্রমিত জায়গায় খুব চুলকানি হয়। চুলকালে জায়গাটাতে ক্ষতের সৃষ্টি হয়।
পরবর্তীতে শরীরের বিভিন্ন জায়গা সংক্রামণ ছড়িয়ে পড়ে,এমনকি অন্য কারো শরীরেও খুব সহজে সংক্রামিত হয়।
পরিষ্কার পরিছন্ন থাকলে, চামড়া পরিষ্কার থাকলে দাদের প্রতিরোধ করা যায়। দাদ হয়ে গেলে তা প্রতিকারেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবনের সাথে সাথে পরিষ্কার- পরিচ্ছন্নতা খুব দ্রুত রোগটি সারাতে সাহায্য করে।