নরমাল ডেলিভারি কি?

0
75

*শতকরা 80% গর্ভবতী নারীর নরমাল ডেলিভারি সম্ভব,বাকি 15% কে নিতে হয় সিজারিয়ান ডেলিভারি প্রক্রিয়ায়।
*কিন্তু বর্তমানে সিজারিয়ান ডেলিভারি জনমানুষের কাছে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। অথচ প্রকৃত অর্থে এটি মা ও শিশু দুজনের জন্যই ক্ষতিকর;বরং নরমাল ডেলিভারিই বাচ্চা প্রসবের প্রাকৃতিক প্রক্রিয়া।
*গর্ভবতী মা আগে থেকে কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে না থাকলে নরমাল ডেলিভারির চেষ্টা করা অবশ্যই উচিৎ। এমনকি প্রথমবার সিজার হলেও দ্বিতীয়বার নর্মাল ডেলিভারির চেষ্টা করা যায়।
*গ্রাম-বাংলা থেকে শুরু করে সর্বত্র আস্তা অর্জনে ভূমিকা রাখছে নরমাল ডেলিভারীতে হোমিওপ্যাথিক ঔষধ। অনেক মায়ের কষ্টকর ডেলিভারী থেকে মুক্তি মিলেছে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান প্রশংসাও কুঁড়িয়েছে যথেষ্ট। এই অর্জনও মাঝে মাঝে ডাক্তারের সামান্য ভুলের কারনে বিষাদময় হয়ে প্যাথির মান-হানি ঘটছে। যার জন্য হোমিওপ্যাথি দায়ী নয়। দায়ী শুধুমাত্র ডাক্তারের অদক্ষতা ও অজ্ঞতা।
* মা ও নবজাতকের সুস্থতা রক্ষায় নরমাল ডেলিভারির চেষ্টা করা সব সময়ের দাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here