পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম কি?

0
196
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমঃ
সিস্ট হল একধরনের পানি পুর্ন থলি যা ওভারিতে অবস্থান করে।
এটি সাধারণত ১৫-৪৫ বছরের নারীদের হয়ে থাকে।
কারনঃ এটি সাধারণত হরমোনজনিত কারনে হয়ে থাকে,অনেক সময় জেনেটিক কারনেও হয়ে থাকে।
লক্ষনঃ
১.ওজন বেড়ে যাওয়া
২.দুর্গন্ধ যুক্ত ঘাম
৩. অবাঞ্চিত লোম।
৪.ইরেগুলার পিরিয়ড,কখনও দেরিতে হয়,কখনও তারাতারি, কখনও রক্ত বেশি,কখনও কম।
৫.চুল পরা।
৮.বিষন্নতা
রক্তে চর্বির পরিমান বেড়ে কোলস্টেরল বেড়ে যাওয়াতে অনেক সময় হাইপারটেনশন, ডায়াবেটিস নামক রোগ ও দেখা দেয়।
লক্ষন সমষ্টি মিলিয়ে ঔষধ দিতে পারলে এর নিরাময় সম্ভব ইন্সাল্লাহ।
সিস্ট এর পরিমান ৩সেমি পর্যন্ত থাকলে তা টেন্সন এর বিষয় না কিন্তু এর চেয়ে বেড়ে গেলে তখন তা চিন্তার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here