পিত্তপাথুরী কি? এটি হওয়ার লক্ষণ

0
89

*পিত্ত আমাদের শরীরের ডান দিকে যকৃতের পাশে থাকে। পিত্তের কাজ হচ্ছে পিত্তরস তৈরী করা।এই রস খাবার হজমে সাহায্য করে।
* পিত্তপাথুরী বলতে পিত্তে পাথর হওয়াকে বুঝায়,এগুলো পিত্তরসের সাথে মিশে থাকে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত কোলেস্টেরল,ক্যালসিয়াম জমে জমে ছোট ছোট পিন্ডে রূপ নেয় যা পিত্তপাথুরী নামে পরিচিত।
* এই রোগটির নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছে। এই রোগের লক্ষণ গুুলোর মধ্যে আছে,
১.পেটের ডানদিকে হালকা ব্যাথা।
২.এই ব্যাথা কখনও তীব্র হয়।
৩.জ্বর।
৪.বমি।
* পুরুষের চাইতে নারীরা এই রোগের ঝুঁকিতে বেশি থাকে।ডাক্তারি ভাষা অনুযায়ী ফাইভ এফ ফ্যাক্টর বলে একটি বিষয় আছে-
১) ফিমেইল (নারী)
২) ফ্যাটি (স্থূল)
৩) ফরটি (৪০ বছর)
৪) ফারটাইল (প্রজননক্ষম)
৫) ফেয়ার (ফর্সা)
হোমিওপ্যাথী চিকিৎসা পদ্ধতীতে রোগীর লক্ষণ ভিত্তিক সঠিক ঔষধ সেবনের সহায়তায় এই পাথর গলিয়ে ফেলা সম্ভব,ইনশা আল্লাহ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here