ফেলোপিয়ান টিউব ব্লক কি? এর লক্ষণ কি কি?

0
190
Fallopian tube Block :
Reason:
1.pelvic inflammatory disease যাকে প্রদাহজনিত রোগ বলে।
2.Family planning
3.Bacterial infection
4.Continues abortion
5.Reoccurence infection (বারবার ইনফেকশন)
6.Ectopic pregnancy (বলা হয় অনেকের ফ্যালোপিয়ান টিউব এ বাচ্চা হয় এই কারনেও টিউব ব্লক হতে পারে)
7.Trauma (মানুষিক আঘাত)
8.Unhygienic delivery
9.Endometriosis(এই ব্যাপারে আলাদা ভাবে পোস্ট দিব ইন্সাল্লাহ কয়েক দিন এর মদ্ধ্যে)
টিউব ব্লক হয়েছে কিনা এটা এমনিতে পরীক্ষা ছাড়া খুব একটা বোঝা যায় না।কিন্তু কখনো কখনো কয়েকটা লক্ষন দেখা যায়
১,যখন Endometriosis এর প্রব হয় তখন দেখা যায় মিন্স টা অনেক।পেইনফুল +অনেক ব্লিডিং হয়।
২,যদি টিউব এ পানি জমে তবে অনেক সময় পেইন হয় নতুবা না।
হোমিও তে এই ব্লকেজ সারানোর আলহামদুলিল্লাহ অনেক।অনেক মেডিসিন আছে।রেগুলার কয়েক মাস অসুধ সেবনে ইন্সাল্লাহ আরোগ্য লাভ করা সম্ভব।
আল্লাহ সবাইকে সেফা দান করুক।.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here