বাত ব্যাথা ( Arthritis)
স্বাভাবিক চলাফেরা করার সক্ষমতা যে কত বড় নেয়ামত তা বাত ব্যাথার রোগে ভোগা রোগীর সাথে কথা বললে বুঝতে পারা যায়।
শরীরের অস্থিসন্ধি ফুলে অথবা শক্ত হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাফেরা,উঠা-বসা,কাজ-কর্মে শরীরের জয়েন্টের জায়গা গুলোতে অসহ্য ব্যাথা অনুভব করলে বাত ব্যাথায় ভুগছেন বলে ধরে নেওয়া যায় ।
বাত ব্যাথা প্রধানত দুই ধরণের হয়ে থাকে।
1. অস্থি সন্ধির বাত
এই ধরণের বাতে গাঁট বা অস্থি সন্ধির তরুনাস্থি ক্ষতিগ্রস্ত হয় । রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় গাঁটের আস্তরণ ফুলে যায় ও প্রচন্ড ব্যাথা হতে থাকে ।
2. অস্থিসন্ধির ক্ষয় জনিত বাত
আমাদের শরীরের হাড়ের প্রান্ত ভাগে যে শক্ত ও পাতলা আবরণ থাকে সেটি আমাদের অস্থি সন্ধির নড়াচড়ায় স্বচ্ছন্দ বোধ করে। কিন্তু কোনো কারণে আঘাত বা ক্ষয় হলে অস্থি সন্ধিতে অসম্ভব ব্যাথা অনুভুত হয় ।
বাত ব্যাথার পরিপূর্ণ নিরাময় হওয়া অসম্ভব নয়। সঠিক হোমিও চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় ছাড়াই বাত ব্যাথার নিরাময় সম্ভব, আলহামদুলিল্লাহ।