শিশুদের বিছানায় প্রস্রাবঃ
কারনঃ
১,মুত্রথলি দুর্বল হলে
২,Deep sleep এর কারনে ইউরিন বের হবার সিগ্নাল ব্রেইন রিসিভ করতে না পারলে
৩,সারাদিন অধিক খেলাধূলা তে মগ্ন থাকার কারনে অনেক বাচ্চা প্রস্রাব আটকিয়ে রাখে যা বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে ভুমিকা পালন করে।
৪,মুত্রথলি ছোট হলে
৫,মুত্রথলি তে এনাটমিক্যাল কোন ডিফেক্ট হলে
৬,দিনের বেলা বাচ্চা রা ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা কফি খেলে
৭,হরমোন এর কারনে
৮,Child diabetes এর কারনে।
ঘরোয়া কিছু উপায়ঃ
**দারুচিনি গুড়া করে দিনে দুইবার তা পানির সাথে মিশিয়ে খাওয়া
**রাত্রে পেটে অলিভ অয়েল ম্যাসাজ করা।
বাচ্চাদের প্রস্রাব সমস্যা র সাথে মিলিত হয়ে অনেক সমস্যা ই থাকে যেমন কারো অনেক ঠান্ডা,কারো ক্রিমি সমস্যা,কারো 1st night এই প্রস্রাব হয়ে যায় বা কারো অনেক দুর্গন্ধ,
আলাদা আলাদা লক্ষ্মণ এ বাচ্চাদের আলাদা আলাদা মেডিসিন, বিছানায় প্রস্রাব করে এই রোগ বলামাত্রই মেডিসিন বলে দেওয়া যায় না।
লক্ষ্মণ মিলিয়ে,ই মেডিসিন।
ইন্সাল্লাহ নিয়মিত ওসুধ সেবনে আরোগ্য সম্ভব