হাম কি এর লক্ষণ গুলো কি কি?

0
49
হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই রোগ শিশুদের বেশি হয় আর তা খুব দ্রুত ছড়াই যায়।
কিছু লক্ষণের ভিত্তিতে আমরা ‘হাম’ রোগটি নির্ণয় করতে পারি,
-শিশুর খুব জ্বর হবে।
-সারা গায়ে ব্যথা করতে থাকবে।
-প্রথমে সর্দি ধরে যাবে।
-সর্দি কয়েক দিন লেগে থাকার পর শুরু হবে মারাত্মক কাশি এবং তার সঙ্গে বুকে জমা কফের উঠে আসা।
-গলাও ভেঙে যেতে পারে এই সময়।
কোনও কোনও বাচ্চার ।
– ক্ষেত্রে এই সময় চোখ লাল হয়ে যায়।
– গায়ে লাল লাল রেশ উঠবে।
সময়মতো চিকিৎসা করানো না হলে হাম থেকে নিউমোনিয়া, কানে ইনফেকশন এমনকি মস্তিষ্কে ম্যালিডাইসিস রোগ হতে পারে। তাই হামের নিরাপদ চিকিৎসা করানো খুবই জরুরি।
প্রয়োজনীয় চিকিৎসা সেবে পেতে আমাদের গ্রুপের সদস্য হতে পারে(শুধু মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হয়।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here