টনসিল প্রদাহ কি? এর কারণ ও লক্ষণ
গলা ব্যাথা' যে কোনো বয়সে যে কারো দেখা দিতে পারে। এটি সচরাচর এতইটা দেখা যায় যে আলাদা করে চেনানোর প্রয়োজন পড়ে না।তাও কিছু বিষয় আছে যা জানা আমাদের জরুরি।
.
গলা ব্যাথা কখনও কখনও হতে পারে টনসিলাইটিস মানে টনসিল প্রদাহের কারণ। এই টনসিল হলো আমাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাধারী টিসু যা মুখের ভেতর গলার কাছাকাছি অবস্থিত।
কিছু কারণে টলসিন প্রদাহ বা টনসিলাইটিস হতে...
টনসিল কি? এটির কারণ লক্ষণ ও প্রতিকার
#টনসিলের সমস্যার কারণ ও চিকিৎসা:-
টনসিলের সমস্যার কারণে গলা ব্যথায় অনেক শিশু ভুগে থাকে। টনসিলের সমস্যা সব বয়সেই হয়ে থাকে, শিশুদের এই ইনফেকশন বেশি হয়। টনসিলের এই ইনফেকশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টনসিলাইটিস বলা হয়।
#টনসিল কোথায় থাকে :
জিভের পেঁছনে গলার দেয়ালের দুই পাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায় সেটাই টনসিল। টনসিল দেখতে মাংসপিণ্ডের মতো মনে হলেও এটি লসিকা কলা...
পলিপাস কি? এর লক্ষণ কি কি?
পলিপাস:
পলিপাস হল নাকের মধ্যে বৃদ্ধি পাওয়া এমন একটি নরম উদ্ভেদ যা নাকের মিউকাস মেম্ব্রেন থেকে বের হয়।
এটাকে paranasal sinusesবলে।এটি ব্যাথাহিন,সহজে নড়তে পারে আর ক্যান্সার হীন
সাধারনত এলোপ্যাথি তে এটিকে সার্জারি করা হয় কিন্তু হোমিও তে এটিকে মেডিসিন এর মাদ্ধ্যমে গোড়া থেকে নির্মুল করা হয়।কারন অনেক সময় সার্জারি এর পরেও এটিকে আবার হতে দেখা যায়।
লক্ষন:
১.নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস...
মাইগ্রেন কি? এর লক্ষণ কি কি?
মাইগ্রেন:
মাইগ্রেইন হচ্ছে মাথা ব্যাথার একটা ধ্বংসাত্বক রুপ।অনেকে সাধারন মাথা ব্যাথা র সাথে এটাকে গুলিয়ে ফেলে।সাধারন মাথা ব্যাথা স্বাভাবিক ভাবে কোন কাজ বা প্রেশার এ হয়ে থাকে,কিন্তু মাইগ্রেন এর ভিন্ন কিছু লক্ষন আছে।এটি বিশেষ কিছু লক্ষন কে সাথে নিয়ে আসে।
১. বমি বমি ভাব বা বমিই
২.আলো অসহ্য
৩.শব্দ অসহ্য
অনেক সময় এই ব্যাথা আসার আগে কিছু অয়ার্নিং সিমটম থাকে,
১.flashes of light(আলোর ঝলকানি)
২.temporary blindness...
থাইরয়েড গ্রন্থি কি? এটির লক্ষণ কি কি?
হরমোনঃবলা হয় এমন একটা রস কে যা দেহের গ্রন্থি থেকে বের হয়ে রক্তের সাথে মিশে যায়।
আজ আলোচনা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নিয়ে।
থাইরয়েড গ্রন্থিঃ
এটি কন্ঠনালিতে অবস্থান করে।এটি দেখতে অনেকটা প্রজাপতি র মত।এখান থেকে রস বের হয়ে বিভিন্ন অংগে গিয়ে কাজ করে।
বাচ্চাদের বেলায় এই গ্রন্থির কাজ হল বাচ্চা র বেড়ে ওঠা,বুদ্ধি বেড়ে ওঠা
আর মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণ, মাসিক নিয়মিত হওয়া এগুলা...