টনসিল প্রদাহ কি? এর কারণ ও লক্ষণ

0
296
গলা ব্যাথা’ যে কোনো বয়সে যে কারো দেখা দিতে পারে। এটি সচরাচর এতইটা দেখা যায় যে আলাদা করে চেনানোর প্রয়োজন পড়ে না।তাও কিছু বিষয় আছে যা জানা আমাদের জরুরি।
.
গলা ব্যাথা কখনও কখনও হতে পারে টনসিলাইটিস মানে টনসিল প্রদাহের কারণ। এই টনসিল হলো আমাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাধারী টিসু যা মুখের ভেতর গলার কাছাকাছি অবস্থিত।
কিছু কারণে টলসিন প্রদাহ বা টনসিলাইটিস হতে পারে।
* গলা ব্যাথা হওয়ার অনেকগুলো কারণ হতে পারে,
 ঠান্ডা বাতাস।
অতিরিক্ত গরমে হওয়া ঘাম গায়ে বসে যাওয়া।
ভোকাল কর্ডে চাপ। পড়ে এতোটাই আওয়াজ দিয়ে কথা বলা।
গরম থেকে এসেই ফ্রীজের ঠান্ডা পানি খাওয়া।
আবহাওয়ার পরিবর্তন।
দীর্ঘ সময় ঠান্ডা পানিতে গোসল করা।
গলা ব্যাথা মানেই যে টনসিল প্রদাহ তা নয়,এর সাথে আরো এক বা একাধিক কারণ যুক্ত থাকতে পারে,
মাথা ব্যাথা।
উচ্চ তাপমাত্রা।
খাবার খেতে কষ্ট ।
মুখ হাঁ করতে অসুবিধা।
তীব্র গলা ব্যাথা।
মুখ দিয়ে লালা বের হওয়া।
কানে ব্যাথাও হতে পারে।
গলার স্বর ভারী হয়ে যাওয়া।
কথার আওয়াজ বন্ধ হয়ে যাওয়া যে চাইলেও গলায় কোনো আওয়াজই আসছেনা।
.
রোগ হওয়ার পর তা প্রতিকার করার চেয়ে রোগ যেন না হয় তা প্রতিরোধ করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। তাই টনসিল প্রদাহের কারণ গুলো সম্পর্কে সচেতন থাকা উচিৎ।আর যদি কোনো ভাবে রোগটি হয়েই যায়,যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here