মাইগ্রেন:
মাইগ্রেইন হচ্ছে মাথা ব্যাথার একটা ধ্বংসাত্বক রুপ।অনেকে সাধারন মাথা ব্যাথা র সাথে এটাকে গুলিয়ে ফেলে।সাধারন মাথা ব্যাথা স্বাভাবিক ভাবে কোন কাজ বা প্রেশার এ হয়ে থাকে,কিন্তু মাইগ্রেন এর ভিন্ন কিছু লক্ষন আছে।এটি বিশেষ কিছু লক্ষন কে সাথে নিয়ে আসে।
১. বমি বমি ভাব বা বমিই
২.আলো অসহ্য
৩.শব্দ অসহ্য
অনেক সময় এই ব্যাথা আসার আগে কিছু অয়ার্নিং সিমটম থাকে,
১.flashes of light(আলোর ঝলকানি)
২.temporary blindness ( সাময়িক চোখে না দেখা)
৩.tightening of limb( মাংস্পেশি তে শক্ত অনুভব)
বছরের পর বছর এই রোগিরা পেইনকিলার খেয়েই জীবন কাটিয়ে দেয়,তারা এটিকে জিবনের অংশ মনে করা শুরু করে।এটা যে একেবারে নির্মুল হতে পারে এর কোন ধারনাই নাই রোগিদের।
ইন্সাল্লাহ হোমিও মেডিসিন এ এর একেবারে নির্মূল সম্ভব।যেহেতু এটি মূল থেকে কাজ করে তাই রোগিকে ধৈর্য এর সাথে মেডিসিন নিতে হবে রেগুলার কয়েক মাস।
মাইগ্রেন এর কিছু চরিত্র:
১.শব্দ ও আলো অসহ্য
২.মাথা ভারী বোধ,মনে হয় মাথা ব্লাস্ট হয়ে যাবে।
৩. বাম পার্শ্বে শুধু ব্যাথা,ব্যাথা শুরু হয়্র মাথার পিছন থেকে বাম চোখে এসে স্থির হয়,
৪.কিছু ব্যাথা শুধু ডান পার্শে।
৫.মাথা ব্যাথার সাথে এসিটিক বমি,সেতা টক বা তিতা স্বাদ যুক্ত।
৬. ব্যাথার সাথে গ্যাস্ট্রিক এর প্রব।
৭.কিছু ব্যাথা শুধু পিরিয়ড শুরু হলেই হয়।
আল্লাহ সবাইকে সেফা দান করুক।